আসছে জম্বিল্যান্ড ছবির সিক্যুয়াল

0

প্রায় এক দশক পর মুক্তি পেতে যাচ্ছে ‘জম্বিল্যান্ড’ ছবির সিক্যুয়াল। ‘জম্বিল্যান্ড : ডাবল ট্য ‘ নামে এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরই। এরইমধ্যে ছবিটির ফার্স্টলুক ও ট্রেলার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা কলম্বিয়া পিকচার্স।

পরিচালক রুবেন ফ্লেচার ২০০৯ সালে নির্মাণ করেছিলেন ‘জম্বিল্যান্ড’। ১০ বছর পর ছবিটির সিকুয়্যাল নির্মাণ করছেন তিনি।

প্রথম ছবিটিতে দেখা গিয়েছিল জম্বিদের মোকাবেলা করছে একদল মানুষ। সেই প্রতিরোধকে বেশ কমেডি সেন্সে ফুটিয়ে তুলেছিলেন পরিচালক। তারই ধারাবাহিকতায় ছবিটির সিক্যুয়ালেও থাকছে হাস্যরসের ইঙ্গিত।

ছবিটিতে অভিনয় করবেন উডি হ্যারিসন, জেসে এইজেনবার্গ, এমা স্টোন, আবিগাই ব্রেসিলিন। প্রথম ছবিটিতেও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে ছিলেন এই চার তারকা।

ছবিটি আগামী ১১ অক্টোবর মুক্তি পাবে।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM