মহেশখালীতে বনদস্যু গ্রেপ্তার

0

মহেশখালীতে ১টি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ বন মামলার পলাতক আসামি  নমি উদ্দিনকে (৩৬) গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

নমি উদ্দিন উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।

মহেশখালী থানার এসআই মন্জুরুল হক জানান, রোববার (২৮ এপ্রিল) সকালে পুলিশের একটি ইউনিট  শাপলাপুর মৌলভীকাটার  বাড়ি থেকে নমি উদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১টি এলজি  ও  ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।

নমি উদ্দিন শাপলাপুর এলাকায় দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনের গাছ কর্তন, ছিনতাইসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল।

এ বিষয়ে মহেশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, নমি উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

জয়নিউজ/শাহাব/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM