বিএফআরআই কার্যালয়ে পরিবেশমন্ত্রী

0

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) চট্টগ্রাম কার্যালয় পরিদর্শন করেছেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

রোববার (২৮ এপ্রিল) সকালে এই পরিদর্শনকালে তিনি ওষুধি উদ্ভিদের জার্মপ্লাজম সেন্টার, নার্সারি ল্যাবরেটরি, প্রযুক্তি পার্ক, ব্যামবুসেটাম ঘুরে দেখেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার ও সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী।

পরিদর্শন শেষে বিএফআরআই কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে মন্ত্রী, উপমন্ত্রী ও সচিবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএফআরআই পরিচালক ড. খুরশীদ আকতার। সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণা কার্যক্রম তুলে ধরা হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের মুখ্য গবেষণা কর্মকর্তা ডা. মো. মাসুদুর রহমান।

আরো বক্তব্য রাখেন উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী, অতিরিক্ত সচিব আলমগীর মু. মনসুর উল আলম ও মো. সফিউল আলম চৌধুরী।

পরিদর্শন শেষে মন্ত্রী বিএফআরআই ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন।

জয়নিউজ/পার্থ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM