বাকলিয়ায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

নগরের বাকলিয়ায় মিনহাজুল করিম (১৯) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ এপ্রিল) রাত ১টার দিকে ফুফুর বাসা থেকে মিনহাজের মরদেহ উদ্ধার করা হয়। সে নগরের একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

মিনহাজের বাড়ি আনোয়ারা উপজেলার খানসামা এলাকার। তার পিতার নাম রেজাউল করিম।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মিনহাজ বেশ কিছুদিন ধরে হতাশাগ্রস্ত ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM