হালদায় ফের মরে ভেসে উঠল মা-মৃগেল

হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের পোড়াকোপালি প্রকাশ পুরায়িলা স্লুইস গেট এলাকায় হালদা নদীতে একটি মা-মৃগেল মাছ মরে পঁচে ভেসে উঠেছে।

- Advertisement -

স্থানীয়রা মাছটি ভাসতে দেখে ওই এলাকার ডিম সংগ্রহকারী মো. হারুনকে বিষয়টি জানালে তিনি মাছটি নদী থেকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা মৎস্য অফিসে নিয়ে যান।

- Advertisement -google news follower

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজহারুল আলম জয়নিউজকে জানান, শনিবার বিকালে হালদা নদী থেকে একটি মৃত মা-মৃগেল মাছ উদ্ধার করে স্থানীয়রা। কার্প জাতীয় (মৃগেল) ওই মা-মাছটির ওজন প্রায় ১১ কেজি ৮শ ১০ গ্রাম। দৈর্ঘ্য প্রায় পৌনে ৩ ফুট। মাছটির শরীরে দুটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের নির্দেশে মাছটি সংরক্ষণ করা হয়েছে।

জয়নিউজ/তালেব/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM