রামুতে ধর্মস্কন্ধ পূজা ও স্বর্গপুরী উৎসব

রামুর পূর্ব রাজারকুলে বৌদ্ধ ধর্মালম্বীদের ৮৪ হাজার ধর্মস্কন্ধ পূজা ও স্বর্গপুরী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২৬ এপ্রিল) শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে পূর্ব রাজারকুল সর্দ্ধমোদয় বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকারা দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে।

- Advertisement -google news follower

স্বর্গপুরি উৎসবে সমবেত র‌্যালি, অষ্টপরিস্কার দান, মহাসংঘদান ৮৪ হাজার ধর্মস্কন্ধ পূজা, ব্যুহচক্র মেলা ও জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ উপসংঘরাজ সত্যপ্রিয় মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানের বিকালে অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সাংসদ সাইমুম সরওয়ার কমল।

পূর্ব রাজারকুল সর্দ্ধম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবিনয় ভিক্ষুর সঞ্চালনায় অনুষ্ঠানে ধর্ম দেশনা করেন, চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাথের, শ্রীকুল মৈত্রী বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাতিলোক থের, রামু বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক করুণাশ্রী মহাথের, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের উপাধ্যক্ষ শীলপ্রিয় থের, রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন থের, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের প্রজ্ঞানন্দ ভিক্ষু, নাইক্ষ্যংছড়ি প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক প্রজ্ঞা করুণা থের ও চাকমারকুল অজন্তা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞা মুদিতা ভিক্ষু।

জয়নিউজ/খালেদ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM