রামগড়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

0

 

 

 

খাগড়াছড়ির রামগড়ে শুক্রবার (২৬ এপ্রিল) রাতে ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসাছাত্রী (১১) ধর্ষণের শিকার  হয়েছে। পুলিশ ধর্ষক বাবলুকে (৩১) আটক করেছে। রামগড় গনিয়াতুল উলুম সিনিয়র মাদ্রাসার ওই ছাত্রীর বাড়ি রামগড় পৌরসভার দারোগাপাড়া গ্রামে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টায় প্রতিবেশীদের সঙ্গে ফেনী নদীতে মাছ ধরতে যায় মেয়েটি। এ সময়  মেয়েটিকে নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করে বাবলু। মেয়েটি বাসায় ফিরে ঘটনাটি তার মাকে জানানোর পর প্রতিবেশীদের সহায়তার বাবলুকে পুলিশে সোপর্দ করা হয়।

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকার কবির আহমেদের ছেলে বাবলু। তার দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে। দারোগাপাড়া তার শ্বশুর বড়ি।

রামগড় থানার ওসি তারেক মো. হান্নান জানান, ধর্ষিতাকে মেডিক্যাল চেক আপের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।

জয়নিউজ/শ্যামল/আরসি

 

 

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM