ফের চুলবুল পাণ্ডে

0

সালমান খান-আরবাজ খান এখন চরম ব্যস্ত৷ ব্যস্ততার কারণ দাবাং থ্রি। ইনদোরে শুরু হয়ে গেল দাবাং থ্রি-র শ্যুটিং। শ্যুটিং ফ্লোর থেকে ইনস্টাগ্রামে সালমান ছবি শেয়ার করে লেখেন, ‘ফের চুলবুল পাণ্ডে’।

তবে কেবল শ্যুটিং স্টিল নয়, বরং দাবাং থ্রি-র মুক্তির তারিখও প্রকাশ্যে জানালেন সালমান। ফ্যানদের আগেই কথা দিয়েছিলেন, সুযোগ পেলেই ফের চুলবুল পাণ্ডেকে নিয়ে আসবেন পর্দায়। সেই কথাই রাখলেন তিনি।

ফ্যানদের জানিয়ে দিলেন, ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দাবাং থ্রি। ওইদিনই মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’।

কাজেই লড়াইটা জমবে বেশ বলে ধারণা করছেন দর্শক।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM