কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে কিংবা রং লেগেছে কৃষ্ণচূড়ায়, শাখায় শাখায় পাতায় পাতায়- এমন অনেক গানের কথায় আছে কৃষ্ণচূড়ার সৌন্দর্যের কথা। বৈশাখ এলেই যেন প্রকৃতির ভালোবাসার কথা জানান দিতে লাল হয়ে হেসে ওঠে কৃষ্ণচূড়া ফুল। নগরের সিটি গেট এলাকা থেকে ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া