থানায় সালমানের বিরুদ্ধে সাংবাদিকের অভিযোগ

0

সালমান খানের বিরুদ্ধে মুম্বাইয়ের ডিএন নগর থানায় অভিযোগ দায়ের করেছেন এক সাংবাদিক

জানা যায়, বর্তমানে ‘দাবাং থ্রি’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাল্লু ভাই। সেই কাজের ফাঁকেই বুধবার (২৪ এপ্রিল) সকালে সালমান যখন মুম্বাইয়ের লিঙ্কিং রোডে সাইকেল চালাচ্ছিলেন, তখন অশোক শ্যামল পাণ্ডে নামের ওই সাংবাদিক গোপনে  কিছু ছবি তুলেছিলেন তার। তখন সালমান তার মোবাইল ফোন কেড়ে নেন হাত থেকে। গালিগালাজও করেন।

আর সেই অভিযোগের ভিত্তিতেই ভাইজানের বিরুদ্ধে ডিএন নগর থানায় অভিযোগ দায়ের করেন সাংবাদিক অশোক শ্যামল পাণ্ডে।

কিন্তু সালমানের দেহরক্ষীও পালটা এক অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিকের বিরুদ্ধে। তিনি নাকি বিনা অনুমতিতেই একের পর এক সালমানের ছবি তুলছিলেন।

জয়নিউজ/পলাশ/আরসি
আরও পড়ুন
লোড হচ্ছে...
×