শনিবার থেকে যথারীতি দাওরায়ে হাদীসের পরীক্ষা

কওমি মাদ্রাসাগুলোর কেন্দ্রীয় সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর দাওরায়ে হাদীসের (তাকমিল) পরীক্ষা শনিবার (২৭ এপ্রিল) থেকে যথারীতি চলবে।

- Advertisement -

পরীক্ষা স্থগিত ও প্রশ্নফাঁসের ঘটনায় রাজধানীর সেগুনবাগিচায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে জরুরি বৈঠক করেন হাইয়াতুল উলইয়ার শীর্ষ নেতৃবৃন্দ।

- Advertisement -google news follower

বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সিদ্ধান্তগুলো হলো শুক্রবারের (২৬ এপ্রিল) পরীক্ষা হচ্ছে না। শনিবার থেকে আগের রুটিনে যথানিয়মে পরীক্ষা চলবে। বৃহস্পতিবারের স্থগিত করা আবু দাউদ শরীফের পরীক্ষা ১ মে অনুষ্ঠিত হবে। ত্বহাবী শরীফের পরীক্ষা ২ মে (বৃহস্পতিবার) দুপুর ২টায় শুরু হবে। আগামী ৩ মে পরীক্ষা শেষ হবে।

প্রশ্নফাঁস রোধে আইন-শৃঙ্খলা বাহিনী ও তথ্যপ্রযুক্তির সহযোগিতা নেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা।

- Advertisement -islamibank

বৈঠকে সভাপতিত্ব করেন সংস্থাটির কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী। উপস্থিত ছিলেন সদস্য মুফতি ওয়াক্কাস,  মুফতি রুহুল আমিন, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মুসলিহ উদ্দীন রাজু,  মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মুফতি ফয়জুল্লাহ, মুফতি এনামুল হক, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা আবদুল হামিদ,মাওলানা মাহফুজুল হক ও মুফতি নুরুল আমিন।

জয়নিউজ/তালেব/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM