খাগড়াছড়িতে অস্ত্রসহ দুই ইউপিডিএফ কর্মী আটক

খাগড়াছড়ি জেলার দীঘিনালা-বাঘাইহাট এলাকার শুকনাছড়ি থেকে ইউপিডিএফের দুই কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

- Advertisement -

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোনের স্টাফ অফিসার মেজর আবুল বাশারের নেতৃত্বে শুকনাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

আটককৃতরা হলো ইউপিডিএফ প্রসীত সংগঠনের শুদ্ধজয় চাকমা (৪৫) ও রিকেল চাকমা।

আটককৃতরা স্থানীয়ভাবে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এসময় আটককৃতদের কাছ থেকে দুটি অস্ত্র, ধারালো দা, একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড অ্যামুনিশন, এক রাউন্ড অ্যামুনিশনসহ একটি এলজি, চাঁদা আদায়ের রশিদ ও আদায়কৃত চাঁদার টাকা উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

অভিযান পরিচালনাকালে একজন চাঁদা সংগ্রহকারী পালানোর সময় বাম পায়ে গুলিবিদ্ধ হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব জয়নিউজকে জানান, আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

জয়নিউজ/জাফর/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM