বাড়বকুণ্ডে আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর পুড়ে ছাই

0

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের বায়েরখিল এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) রাত ২টায় বাড়বকুণ্ড বায়েরখিল এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ইসমাইলের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ বলেন, রাত ২টায় বায়েরখিল এলাকায় আশ্রয়ণ প্রকল্পে আগুন লাগে। আমরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ১০টি বসতঘর পুড়ে যায়। এতে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি জানান।

জয়নিউজ/সেকান্দর/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM