প্লেবয় অপূর্ব

0

তুড়ি মারার মতো মেয়েদের প্রেমে ফেলতে পারদর্শী ছেলেদের সঙ্গে ‘প্লেবয়’ তকমা জুড়ে দেওয়া হয়। ডেটিংয়ে বেশি সময় কাটানো আর প্রেমিকা বদলাতে থাকা তরুণদের সবাই এই নামে ডাকে ।

তেমনই এক চরিত্রে এবার দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অপূর্বকে। নাটকের নামও ‘প্লেবয়’। নাটকটি নির্মাণ করেছেন মু. মোস্তফা কামাল রাজ। গল্প তার লেখা। চিত্রনাট্য আসাদ জামানের।

নাটকে অপূর্বর নাম রাইদ। তার বিপরীতে নূরা চরিত্রে আছেন মেহজাবিন চৌধুরী। গল্পের একপর্যায়ে তিনি সত্যিকারের ভালোবাসা নিয়ে প্লেবয় অপূর্বর হাত ধরেন।

অপূর্ব-মেহজাবিন ছাড়াও নাটকে আরো আছেন সারিকা সাবা, নীলাঞ্জনা নীল, পূজা ও মিলি বাশার।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM