সিরিয়াল কিলার জ্যাকলিন

0

বড়পর্দার পর এবার ডিজিটাল বিনোদুনিয়া নেটফ্লিক্সের জন্য তৈরি ‘মিসেস সিরিয়াল কিলার’ নামের ওয়েব সিরিজে দেখা যাবে বলিউড সেনসেশন জ্যাকলিন ফার্নান্ডেজকে।

ওয়েব সিরিজের গল্পে দেখা যাবে, ধারাবাহিকভাবে খুনের জন্য ধরা পড়েছেন জ্যাকলিনের স্বামী, যিনি আপাতত জেলবন্দি। এই অবস্থায় স্বামীকে বাঁচাতে, তাকে নির্দোষ প্রমাণ করতে কি করতে পারে একজন স্ত্রী। স্বামীকে বাঁচাতে সেও পরিকল্পনা করে খুন করে ফেলল একজনকে। যাতে সিরিয়াল কিলারের তকমাটা স্বামীর উপর থেকে সরে গিয়ে তার উপর আসে।

তারপর কী হয় পতিব্রতা স্ত্রীর! সেই কাহিনি দেখা যাবে নেটফ্লিক্সের থ্রিলার ওয়েব সিরিজ ‘মিসেস সিরিয়াল কিলার’ এ। মনোজ বাজপেয়ীকেও দেখা যেতে পারে এই ছবিতে।

তবে ওয়েব সিরিজটির জন্য অপেক্ষা করতে হবে এ বছরের শেষ পর্যন্ত।

জয়নিউজ/পলাশ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM