শপথ নিলেন বিএনপির জাহিদ

0

একাদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী মো. জাহিদুর রহমান (জাহিদ) সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১২টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান।

এর আগে তিনি শপথ নিতে স্পিকারের কাছে চিঠি নিয়ে উপস্থিত হন।

স্পিকারের একান্ত সচিব এমএ কামাল বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ-রানীশংকৈল) থেকে জাহিদুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. ইমদাদুল হক। তিনি ৮৪ হাজার ৩৮৫ ভোট পান।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM