শীতল জলে স্বস্তি নিজস্ব প্রতিবেদক 25 April 2019 8:30 am বৈশাখের তাপদাহে পুড়ছে নগর। গত কয়েকদিনে নগরের তাপমাত্রা উঠেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপর। আবহাওয়া অফিস বলছে, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে এই অস্বস্তির গরম। তীব্র গরমে অতিষ্ঠ দুরন্ত তারুণ্য স্বস্তি খুঁজে নিচ্ছে শীতল জলে। নগরের আগ্রাবাদ ডেবার পাড় এলাকা থেকে ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া 0 শেয়ার 0 শেয়ার