জায়ানকে চোখের জলে বিদায় দিলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব আদরের নাতি জায়ান (৮)। দেখা হলেই প্রধানমন্ত্রীদের বায়না ধরত আদর করতে। বুধবার (২৪ এপ্রিল) জায়ানকে চোখের জলে বিদায় দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফুপাতো ভাইয়ের মেয়ের ঘরের নাতি হলেও শেখ হাসিনার কাছে জায়ান বড় হয়েছে নিজের নাতি-নাতনিদের মতোই। ঈদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিশেষ উপহার পেত জায়ান।

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত জায়ানের (৮) মরদেহ দেখতে তার নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের রাজধানীর বনানীর বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৪ এপ্রিল) বেলা ২টা ৪০ মিনিটে ফুফাতো ভাই শেখ সেলিমের বাসায় আসেন তিনি। প্রধানমন্ত্রী বাসায় আসার পর এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। শেখ সেলিমসহ সব আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন।

এর আগে এদিন পৌনে ১টায় শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ছোট্ট জায়ানের মরদেহ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। দুপুর দেড়টার দিকে মরদেহ আনা হয় শেখ সেলিমের বনানীর ২-এর ৯ নম্বর বাসায়। বাদ আছর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয় ছোট্ট শিশু জায়ান।

জয়নিউজ/অভিজিত/বিশু

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM