ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

0

নগরের বন্দর নিমতলী বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৮৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটক ২ জন হলেন টাঙ্গাইল জেলার বাশাইলের নয়ন সিকদারের ছেলে মো. হাবিজুল মিয়া (৩০) ও  একই জেলার কালিহাতির আবদুল আজিজের ছেলে মো. মাসুদ রানা (৩৫)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ এপ্রিল) রাতে‌ র‌্যাব-৭ এর একটি দল চেকপোস্ট বসিয়ে নিমতলী বিশ্বরোডে গাড়ি তল্লাশি শুরু করে। রাত সাড়ে ৩টায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দেয়। মাদক ব্যবসায়ীরা গাড়িটি রাস্তার পাশে থামিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM