শ্রীলঙ্কায়  বোমা হামলা: শেখ সেলিমের নাতি নিহত

0

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির নাতি শ্রীলঙ্কায় বোমা হামলায়  নিহত হয়েছে। আহত হয়েছেন তাঁর মেয়ে জামাই। আওয়ামী লীগের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র এ খবর নিশ্চিত করেছে।

রোববার (২১ এপ্রিল) সকালে শ্রীলঙ্কার একাধিক স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটার সময় শেখ সেলিমের মেয়ের জামাই মশিউল হক চৌধুরী প্রিন্স ছেলে শেখ জায়ান চৌধুরীকে নিয়ে একটি হোটেলে খাবার খাচ্ছিলেন।

নিহত জায়ান শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার ছেলে। এ সময় সোনিয়া তাঁর আরেক ছেলেকে নিয়ে হোটেলের  ছয়তলার একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। ফলে তাঁরা অক্ষত রয়েছেন।

এর আগে রোববার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ছিল শিশু জায়ান। রাতে জায়ানের মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা। এ খবরে তাঁরা কলম্বোর উদ্দেশে রওনা দিয়েছেন বলে একাধিক গণমাধ্যমে জানিয়েছে।

শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।

জয়নিউজ/অভিজিত/আরসি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM