সোনালু বা বাঁদরলাঠি গ্রীষ্মকালের একটি পরিচিত ফুল। এর বৈজ্ঞানিক নাম Cassia fistula এবং Albizia inundata। সোনালি রঙের ফুলের বাহার থেকেই ‘সোনালু’ নামকরণ। ইংরেজি ভাষায়ও একে বলা হয় ‘golden shower tree’ বা স্বর্ণালি ঝরনার বৃক্ষ। গ্রীষ্মে গাছের শাখা-প্রশাখা জুড়ে ঝুলন্ত মঞ্জুরিতে সোনালি হলুদ রঙের ফুল ফুটে এবং এর ব্যাপ্তি থাকে গ্রীষ্মকালের পুরো সময়জুড়ে। শুধু সৌন্দর্য নয়, সোনালু গাছের বাকল এবং পাতায় রয়েছে ওষুধি গুণাগুণ। এটি ডায়রিয়া ও ডায়াবেটিস রোগে ব্যবহৃত হয়। ছবিটি নগরের প্রবর্তক এলাকা থেকে তুলেছেন আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।