সাতকানিয়ায় মক্কার বলীখেলায় দিদার বলী চ্যাম্পিয়ন

সাতকানিয়ার বাবুনগরে ঐতিহ্যবাহী মক্কার বাড়িতে চট্টগ্রামের সবচেয়ে প্রাচীন মক্কার বলীখেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় রামুর দিদার বলী চকরিয়ার বাদশা বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

- Advertisement -

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা।

- Advertisement -google news follower

সাতকানিয়ায় মক্কার বলীখেলায় দিদার বলী চ্যাম্পিয়ন | makkaro boli khela03 2019
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বলীখেলা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খেলা। তিনি ১৪০ বছরের পুরানো মক্কার বলীখেলার ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ শফিউল কবির, মাদার্শার চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, আয়োজক সাবেক চেয়ারম্যান নাজমুল আলম চৌধুরী, কাইসার উল আলম চৌধুরী, মাসুদুল আমান চৌধুরী (মাসুদ), মাহফুজুর রহমান চৌধুরী, জিল্লুর রহমান চৌধুরী,শাহরিয়ার চৌধুরী হিমেলও সাকিব।

- Advertisement -islamibank

ঐতিহ্যবাহী এ বলীখেলায় রামুর দিদার বলী, উখিয়ার শামসু বলী, টেকনাফের আলম বলী, যশোরের কামাল বলীসহ প্রায় অর্ধশত বলী অংশ নেন।

পরে চ্যাম্পিয়ন, রানার্স আপসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বলীদের পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য , সাতকানিয়ার মাদার্শা এলাকার ১৪০ বছর আগে জমিদার মো. আবদুল কাদের বক্স চৌধুরী বাঙালির ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রাখতে প্রতি বাংলা সনের ৭ বৈশাখ এ বলীখেলার আয়োজন করেন।

জয়নিউজ/মাসুদ/বিশু/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM