নুসরাত হত্যা: খাল থেকে পরিত্যক্ত বোরকা উদ্ধার

0

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় আসামির পরিহিত একটি বোরকা উদ্ধার করেছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (২০ এপ্রিল) সোনাগাজী সরকারি কলেজের দক্ষিণ-পূর্ব পাশে ডাঙ্গিখাল থেকে পরিত্যক্ত বোরকাটি উদ্ধার করা হয়।

আলোচিত এ হত্যা মামলার অন্যতম আসামি জুবায়ের আহমেদ ওই বোরকাটি পরেছিলেন। এদিন পাঁচ দিনের রিমান্ডে থাকা জুবায়েরকে নিয়েই এ অভিযান চালায় পিবিআই।

পিবিআই সূত্র জানায়, দুপুর ১২টার দিকে সোনাগাজী সরকারি কলেজের দক্ষিণ-পূর্ব পাশে ডাঙ্গিখাল থেকে জুবায়েরের পরিহিত বোরকাটি উদ্ধার করা হয়। জুবায়ের তাদের জানায়, নুসরাতের গায়ে আগুন দেওয়ার পরপরই তিনি বোরকাটি এখানে খুলে পালান।

জয়নিউজ/এমজেএইচ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM