মেক্সিকোতে শিশুসহ ১৩ জনকে হত্যা

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় প্রদেশে পারিবারিক এক অনুষ্ঠানে একদল অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।

- Advertisement -

নিহত ১৩ জনের মধ্যে সাতজন পুরুষ, পাঁচজন নারী ও এক শিশু রয়েছে। তাছাড়া আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তবে বন্দুক হামলার কোনো কারণ এখনো জানা যায়নি।

- Advertisement -google news follower

দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় বলছে, শুক্রবার (১৯ এপ্রিল) রাতে মিনাটিটলান শহরের একটি পারিবারিক পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা যায়, বন্দুকধারীরা সেখানে উপস্থিত হয়ে স্থানীয় এক মদ বিক্রেতার নাম জিজ্ঞেস করে গুলি চালানো শুরু করে।

- Advertisement -islamibank

তবে মেক্সিকোর দক্ষিণ-পুর্বাঞ্চলীয় ভেরাক্রুজ শহরে মাঝে মাঝেই এমন সহিংসতা, অপরাধ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। যার অধিকাংশই ঘটে বড় বড় মাদক কারবারিদের মধ্যে। বন্দুকধারীরা ঘটনাস্থলে সবার মুখ দেখে দেখে গুলি করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী প্রত্যক্ষদর্শী বলেন, তারা (বন্দুকধারীরা) সবাইকে পেছন ফিরতে বলছিল যাতে সবার মুখ দেখতে পায়। তারপর এক এক করে দেখে দেখে সবাইকে গুলি করে তারা।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM