সাপের ভয়ে!

আফ্রিকার দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট প্রায় ঘরবন্দি। কোনো হামলা কিংবা নাশকতা নয়, স্রেফ দু’টি সাপের ভয়ে তিনি ঘর থেকে বের হচ্ছেন না। প্রেসিডেন্টের কার্যালয়ে যাওয়া একেবারে বন্ধ রয়েছে তার।

- Advertisement -

কয়েকদিন ধরে প্রেসিডেন্ট জর্জ উইয়াহকে তার অফিসে দেখা যাচ্ছে না। তিনি বাসা থেকেই সব কাজ করছেন।

- Advertisement -google news follower

প্রেসিডেন্টের প্রেস সচিব স্মিথ টবি জানান, বুধবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে দুটি সাপ দেখা যায়। সেই ভবনের পাশেই প্রেসিডেন্টের কার্যালয়। সব কর্মকর্তা-কর্মচারীকে ২২ এপ্রিল পর্যন্ত ভবন থেকে দূরে থাকতে বলা হয়েছে।

 

- Advertisement -islamibank

স্মিথ বলেন, যতদিন না অফিসের পাশের লতানো ছোট ছোট উদ্ভিদগুলো জীবাণুমুক্ত করে নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে, ততদিন অফিসে আসবেন না প্রেসিডেন্ট। কর্মীরা সাপ মারার চেষ্টা করছে।
লাইবেরিয়ায় বেশ বিষাক্ত সাপের বসবাস। স্বাভাবিকভাবেই নিরাপত্তা বিষয়ে কোনো ঝুঁকি নিতে চান না প্রেসিডেন্ট। রাজধানী মনরোভিয়ার বাসভবনে থেকে প্রেসিডেন্টের সব কাজ সারছেন তিনি।- বিবিসি

জয়নিউজ/আরসি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM