প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। গরম থেকে নিস্তার পেতে পুকুরের টলটলে জলকেই খেলার মাঠ হিসেবে বেছে নিয়েছে দুরন্ত কিশোররা। নানা ভঙ্গিতে তারা দল বেঁধে ঝাপিয়ে পড়ে পুকুরের শীতল জলে। নগরের ফিরোজশাহ এলাকার কৈবল্যধাম আশ্রম থেকে শুক্রবার দুপুরে ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া