রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠাতে সহযোগিতা করবে চীন: স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশে আসা ১১ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাতে সর্বাত্মক সহযোগিতা করবে চীন।

তিন দিনের চীন সফর শেষে দেশে ফিরে শুক্রবার (১৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে চীন যেন ভূমিকা রাখে সে বিষয়ে অনুরোধ করা হয়েছে। যেসব বিষয়ে মিয়ানমারের সঙ্গে সমস্যা রয়েছে তা সমাধানেও সহযোগিতা করবে চীন।

মাদক-সন্ত্রাস দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বেইজিং পুলিশের মধ্যে একটি সমঝোতা স্মারক হয়েছে বলেও জানান তিনি।

জয়নিউজ/এমজেএইচ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM