বরুণের সঙ্গে বিচ্ছেদের আশঙ্কায় ভুগতেন আলিয়া

0

বলিউডে আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান দুই তারকার ক্যারিয়ার দেখে অনেকেরই ঈর্ষা হতে পারে। দু’জনে এবার জুটি বেধেছেন ‘কলঙ্ক’ সিনেমায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ জুটিকে বর্তমানের ‘শাহরুখ-কাজল’ বলেও সম্বোধন করেন।

তবে এ অবস্থায় আলিয়া জানিয়েছেন, বরুণের সঙ্গে নাকি বিচ্ছেদ হওয়ার আশঙ্কায় ভুগতেন তিনি!

আলিয়া সাংবাদিকদের বলেন, ‘যখনই বরুণের সঙ্গে কাজ করতাম, তখনই বিচ্ছেদের আশঙ্কা হতো আমার। বরুণেরও হতো হয়তো। এই ভাবনাটা যখন এসেছে তারপরেও আমরা দু’সপ্তাহ শুটিং করেছি। কিন্তু এরপরেও আমরা একসঙ্গে কাজ করব তো? এই ভাবনা হতো সবসময়।’

‘কলঙ্ক’ ছবিটি করণ জোহরের প্রযোজনাতে গত বুধবার (১৭ এপ্রিল) মুক্তি পেয়েছে। আলিয়া-বরুণ ছাড়াও মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপূর অভিনয় করেছেন ছবিটিতে।

জয়নিউজ/পলাশ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM