রামগড়ে বিজিবি-বিএসএফ সৌজন্য বৈঠক

খাগড়াছড়ির রামগড়ে বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ) ও বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

রামগড় পৌর মিলনায়তনে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) শুরু হওয়া সৌজন্য বৈঠকটি বেলা ১১টায় শুরু হয়ে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলে।

- Advertisement -google news follower

বৈঠকে ১৬ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশের গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আবদুল হাই, পিএসসি। অপরদিকে বিএসএফের ১৪ সদস্যের দলের প্রধান ছিলেন ত্রিপুরা উদয়পুর সেক্টরের ডিআইজি জামিল আহমেদ খান।

বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দলের সদস্য সিনিয়র মেজর মো. হুমায়ুন কবীর সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, আজকের বৈঠকটি মূলত সৌজন্যমূলক হলেও সীমান্তের নানা সমস্যা উঠে আসে বৈঠকে। অবৈধভাবে সীমান্ত পারাপার, নারী-শিশু এবং মাদকদ্রব্য ও গরু পাচার এবং ভারত কর্তৃক ফেনী নদী থেকে ৩৬টি পাম্পের সাহায্যে অবৈধভাবে পানি উত্তোলনসহ কাঁটাতারের বেড়া নির্মাণ প্রভৃতি প্রসঙ্গে আলোচনা হয়।

- Advertisement -islamibank

বিজিবি দলের অন্য সদস্যরা হলেন বিজিবি জামিনী পাড়া জোন অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হক, খেদাছড়া বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল্লাহ মিরাজুল আলম, রামগড় বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল মো. তারিকুল হাকিম পিএসসি, ৪৩, বিজিবি স্টাফ অফিসার সিনিয়র মেজর মো. হুমায়ুন কবীর প্রমুখ।

অন্যদিকে বিএসএফ দলের অপর সদস্যরা হলেন বিএসএফ কমান্ড্যান্ট দিনেশ কুমার ও রাজিব কুমার, ডেপুটি কমান্ড্যান্ট আর এস রাহুর প্রমুখ।

জয়নিউজ/শ্যামল রুদ্র/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM