নুসরাত হত্যার বিচারের দাবিতে বান্দরবানে মানববন্ধন

0

মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে বান্দরবান শিশু একাডেমি কার্যালয়ের সামনে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। এসময় বক্তব্য রাখেন এনসিটিএফ বান্দরবান শাখার সভাপতি মানসুরা আক্তার ইতি, চাইল্ড পার্লামেন্ট সদস্য কমল ত্রিপুরা, জেলা ভলান্টিয়ার সুমাইয়া ছিদ্দিকা, সাংস্কৃতিক কর্মী এমএ মোমেন প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

মানববন্ধন কর্মসূচিতে এনসিটিএফের জেলা সভাপতি মানসুরা আক্তার ইতি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ধর্ষণ, খুন এবং নির্যাতন বেড়ে গেছে। প্রতিদিন পত্র-পত্রিকা খুললেই দেখা মিলে শিশু নির্যাতন এবং শিশুর প্রতি সহিংসতার খবর। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির হত্যাকারী সিরাজ-উদ-দৌলাসহ তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জয়নিউজ/আলাউদ্দিন/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM