পোড়া পল্লিতে নতুন ঘর নিজস্ব প্রতিবেদক 18 April 2019 8:45 am আট লাশ আর দুইশ’ পোড়া ঘরের তাজা ক্ষত নিয়ে চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় ফের গড়ে উঠছে কাঁচাঘর। কয়েকটি ঘরে এরমধ্যেই ভাড়াটিয়া উঠে গেছেন। আগেরবারের মতোই বাঁশ-টিনের বেড়া আর টিনের ছাউনিতে গড়ে উঠছে ঘরগুলো। বুধবার দুপুরে ছবিটি ক্যামেরাবন্দি করেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া 0 শেয়ার 0 শেয়ার