পাখির আক্রমণে মালিক নিহত!

ক্যাসোওয়ারি নামের পোষ্য পাখির আক্রমণে মারভিন হাজোস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

- Advertisement -

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ওই পাখিটি তার মালিককেই খুন করেছে। এ পাখি পৃথিবীর ভয়াবহতম পাখি বলে জানিয়েছেন পক্ষী বিশারদরা।

- Advertisement -google news follower

আদতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড এবং নিউগিনিতে পাওয়া যায় ক্যাসোওয়ারি। ফ্লোরিডার বাসিন্দা মারভিন হাজোস নিজের ফার্ম হাউসে এনে রেখেছিলেন একটি ক্যাসোওয়ারি। শুক্রবার পাখিটিকে খাবার দিতে যখন যান তিনি, তখনই তাকে আক্রমণ করে সে।

তখন পুলিশে খবর দিলে ক্ষতবিক্ষত হাজোসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

- Advertisement -islamibank

জানা যায়, হাজোসের সংগ্রহে আরও বেশ কয়েকটি বিরল প্রজাতির প্রাণী রয়েছে। তবে বিপজ্জ্বনক এ পাখি রাখার অনুমতি তার ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অস্ট্রিচ প্রজাতির এ পাখির সারা শরীর কালো পালকে ঢাকা, লম্বা পা এবং ধারালো চঞ্চু রয়েছে। চেহারার তুলনায় ডানা ছোট হওয়ায় এই পাখি উড়তে পারে না। চিড়িয়াখানার অভিজ্ঞ কর্মীরাও এই পাখির সামনে যেতে ভয় পায়।

জয়নিউজ/বিশু

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM