স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ডাবের পানি। গবেষকদের মতে, ডাবের পানির মধ্যে রয়েছে ওষুধিগুণও। এতে আছে প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড। একইসঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। তবে পুষ্টির এসব পুস্তকি তথ্যের জন্য নয়, নগরজুড়ে ডাবের বিক্রি বেড়েছে মূলত গরম বাড়ার ফলে। বৈশাখের মাত্র শুরু। তাই গরমও পড়তে শুরু করেছে। নগরের বিভিন্ন মোড়ে ডাবের স্তূপ সাজিয়ে বসেছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। বিক্রিও হচ্ছে ভালোই। মঙ্গলবার দুপুরে ছবিটি ক্যামেরাবন্দি করেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া