৯৯ বছর বয়সে স্কুলে

যে বয়সে মানুষ নাতি-নাতনি নিয়ে অবসর সময় কাটান সে বয়সে স্কুলে যেতে শুরু করেছেন এক বৃদ্ধা। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসের ৯৯ বছর বয়সী এই বৃদ্ধার নাম ইউসেবিয়া লিওনর করদাল।

- Advertisement -

ইউসেবিয়া খুব অল্প বয়সে মাকে হারান। বিভিন্ন কারণে প্রাথমিক স্কুলের চৌকাঠ পেরোনো হয়নি তার। জীবনের নানা চড়াই-উতরাই লেখাপড়ার প্রতি তার টান দুর্বল করতে পারেনি।

- Advertisement -google news follower

সম্প্রতি এই অদম্য ইচ্ছা থেকেই তিনি ভর্তি হয়েছেন বুয়েন্স আয়ারসের ল্যাপ্রিদায় বয়স্কদের জন্য পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয়ে। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার স্কুলে যান তিনি। নতুন করে শিক্ষাজীবন শুরুর পর একদিনও স্কুল কামাই করেননি।

ইউসেবিয়া বলেন, বৃদ্ধ হলে স্মৃতিশক্তি কমে যায়। স্কুলে প্রথম যেদিন আসি, যা শিখেছিলাম দেখলাম সবই ভুলে গেছি। তবে আমি হাল ছাড়িনি। পড়াশুনার পাশাপাশি তিনি কম্পিউটার শিখবেন বলেও ভাবছেন।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM