ঐ দেখা যায় তাল গাছ, ঐ আমাদের গাঁ... ছোটবেলায় এই কবিতা পড়তে হয়নি এমন মানুষ বিরল। মৌসুমী ফল তালের রসের পিঠা এদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়। তাল গাছের ডাল ও পাতা দিয়ে হাতপাখা, ফুলের টব, বাজারের থলে ও অনেক সুন্দর দ্রব্য তৈরি করা যায়। নগরের আকবর শাহ এলাকার একটি গাছে দেখা মিলল এমন কাঁচা-পাকা তালের। ছবি: বাচ্চু বড়ুয়া