নুসরাত হত্যার প্রতিবাদে রামগড়ে মানববন্ধন

0

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে রামগড়ের জনসাধারণ ও শিক্ষার্থীরা।

সোমবার (১৫এপ্রিল) সকাল ১১টায় রামগড় বাজার পুলিশ বক্সের সামনে বিভিন্ন স্কুল-কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীরা ছাড়াও নানাশ্রেণীর মানুষ অংশ নেন এ মানববন্ধনে।

বক্তারা বলেন, নুসরাত হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে হবে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিচার করতে হবে। পাশাপাশি যারা অপরাধীদের পক্ষ নিয়ে বিচার বিঘ্নিত করছে, তাদেরও অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শুরু করার আহ্বান জানানো হয়।

সাইফউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. শামসুদ্দিন মিলন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. কাউছার হাবিব শোভন, সাংবাদিক নিজাম উদ্দিন , মাদ্রাসা ছাত্রী নাজমা আক্তার ও ছাত্র মিনহাজুর রহমান।

জয়নিউজ/শ্যামল/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM