বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

0

চান্দগাঁও সিএন্ডবি এলাকায় বাসের ধাক্কায় জিসান উদ্দিন রায়হান (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকালে আরাকান সড়কে বন্ধুর সঙ্গে সাইকেলে চড়ে মেলায় যাওয়ার সময় কালুরঘাটগামী একটি বাস সাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় জিসান পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আনা হলে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। তবে তার বন্ধু সামান্য আহত হয়েছে। দুর্ঘটনার পরপর চালকসহ বাসটি আটক করে পুলিশ।

চান্দগাঁও সানোয়ারা আবাসিক এলাকার জাক্কুন সওদাগর কলোনিতে থাকত জিসান। সে কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, জিসানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM