ফিনল্যান্ডে নির্বাচনে বামপন্থিদের জয়

উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছে দেশটির বামপন্থি  রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। রোববার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ১৭ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছে দলটি। নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিবাসীবিদ্বেষী উগ্র ডানপন্থি ফিনস পার্টি পেয়েছে ১৭ দশমিক ৫ শতাংশ ভোট। বিদায়ী প্রধানমন্ত্রী জুহা সিপিলার ডানপন্থি সেন্টার পার্টি পেয়েছে ১৩ দশমিক ৮ শতাংশ ভোট।

- Advertisement -

২০০ আসনের পার্লামেন্টে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৪০টি আসন। নিকটতম ফিনস পার্টি পেয়েছে ৩৯টি আসন।

- Advertisement -google news follower

রোববারের নির্বাচনের মধ্য দিয়ে গত ২০ বছরের মধ্যে প্রথম কোনো বাম নেতাকে রাষ্ট্রনায়ক হিসেবে পেতে যাচ্ছে ফিনল্যান্ড। দলটির নেতা এনটি রিন বলেন, ১৯৯৯ সালের পর এই প্রথমবারের মতো আমরা ফিনল্যান্ডের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছি।

ফিনল্যান্ডের গত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে এত কম ভোট কখনও পড়েনি। কোনো রাজনৈতিক দলেরই ২০ শতাংশের বেশি ভোট না পাওয়া দেশটির ইতিহাসে বিরল।

- Advertisement -islamibank

এ নির্বাচন ইউরোপীয় ইউনিয়নের জন্যও তাৎপর্যপূর্ণ। কেননা এ বছরের জুলাইয়ে ইউরোপের এ আঞ্চলিক জোটের প্রেসিডেন্টের দায়িত্ব নেবে ফিনল্যান্ড।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM