দীঘিনালায় মহিলাকে কুপিয়ে হত্যা  

0

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার যৌথ খামার এলাকার সম্বোধন কার্বারিপাড়ায় এক মহিলাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

নিহতের নাম মধুমিতা চাকমা (৬৫)। তিনি ওই এলাকার ললিত মোহন চাকমার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ এপ্রিল) রাতে ঘরের দরজা খুলে স্বজনরা মধুমিতার লাশ দেখতে পায়। নিহতের মাথা ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তবে কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে সে ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হয়নি ।

লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি  সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জয়নিউজ/সবুজ/আরসি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM