লক্ষ্মীপুরে একসঙ্গে ৭ সন্তান জন্ম

লক্ষ্মীপুরে একসঙ্গে সাত সন্তানের জন্ম দিয়েছেন নাজমা আক্তার (১৮) নামে এক নারী। সন্তানদের মধ্যে চারটি মেয়ে ও তিনটি ছেলে।

- Advertisement -

নাজমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. রাজুর স্ত্রী।

- Advertisement -google news follower

শুক্রবার (১২ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিটে পৌর শহরের সিটি হাসপাতালে স্বাভাবিকভাবে ওই সাত সন্তানের জন্ম হয়।

হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জয়নিউজকে জানান, ৯টা ২০ মিনিটে প্রসব বেদনা নিয়ে নাজমা আক্তার হাসপাতালে ভর্তি হন। ২৫ মিনিট পর স্বাভাবিকভাবে সাত সন্তানের জন্ম দেন ওই প্রসূতি।

- Advertisement -islamibank

মা নাজমা সুস্থ থাকলেও সাত সন্তান সুস্থ না বলে জানিয়েছে চিকিৎসক। হাসপাতাল থেকে জানা গেছে, নির্দিষ্ট সময়ের আগে (মাত্র পাঁচ মাসে) প্রসব হওয়া সাত সন্তান সুস্থ নেই। তাদের চোখ ফোটেনি। তাদের অবস্থা আশঙ্কাজনক।

লক্ষ্মীপুর সিটি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবদুল্লাহ নওশের জয়নিউজকে জানান, নির্দিষ্ট সময়ের আগেই সাত সন্তানের জন্ম হয়েছে। তারা ঝুঁকিতে রয়েছে। শিশুদের সুস্থ করতে চেষ্টা করছি। উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি পরিবারকে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM