পহেলা বৈশাখে সিএমপির ৭ নির্দেশনা

0

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে নগরের ডিসি হিল, সিআরবি শিরিষ তলা ও পতেঙ্গা সীবিচে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনে আগত দর্শনার্থীদের সুষ্ঠু চলাচলের জন্য ৭টি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বুধবার (১০ এপ্রিল) সিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১) ১৪ এপ্রিল সকাল থেকে নন্দনকানন (পুলিশ প্লাজা) মোড়, চেরাগী পাহাড় মোড়, এনায়েত বাজার মোড় এবং লাভলেইন মোড় (স্মরনিকা ক্লাব) হতে ডিসি হিল অভিমুখে কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।

২) কাঠের বাংলো মোড় এবং আটমাসিং মোড় হতে সিআরবি শিরিশতলা অভিমুখে কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।

৩) নেভাল মোড় হতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-সিআরবি মোড় এবং শিশুপার্ক গোলচত্বর মোড় হতে সিআরবি অভিমুখে কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।

৪) বাটারফ্লাই মোড় হতে নেভাল একাডেমির গেট হয়ে ওয়েস্ট পয়েন্ট মোড় পর্যন্ত রুটে কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।

৫) কাটগড় মোড় এবং ওয়েস্ট পয়েন্ট মোড় হতে সী-বীচ অভিমুখে কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।

৬) ৪১নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ের সামনে হতে সী-বীচ অভিমুখে কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।

৭) বাইপাস রোড সী-বীচ থেকে ফৌজদারহাট অভিমুখে প্রয়োজনীয় স্থানে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করা হবে।

জয়নিউজ/রুবেল/বিশু

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM