দেশে হতদরিদ্র বলে কিছু থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে হতদরিদ্র বলে কিছু থাকবে না ।

- Advertisement -

বুধবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

- Advertisement -google news follower

প্রধানমন্ত্রী বলেন ,২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে ।

তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতার মাধ্যমেই টিকে থাকতে হবে। তাই দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রয়োজন গবেষণার। আওয়ামী লীগ সরকার দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে বিশ্বাস করে বলেই ৯৬-এ ক্ষমতায় এসে নতুন করে গবেষণায় বরাদ্দ শুরু করে। বর্তমানে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন দীর্ঘ দিনের গবেষণার ফসল।

- Advertisement -islamibank

কোনো অশুভ শক্তি যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, গবেষণায় গুরুত্ব দেওয়ার কারণেই সবক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। তাই অর্থনীতিকে টেকসই করতে হলে গবেষণার ওপর আরো গুরুত্ব দিতে হবে।

জয়নিউজ/অভিজিত/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM