ফ্রিজ কিনে লাখ টাকা পুরস্কার

0

বিদেশ ফেরত নির্মল কান্তি নাথ প্রয়োজনের তাগিদে ২০ হাজার টাকায় কিনেন একটি ফ্রিজ। ফ্রিজ কিনে বাড়ির পথে রওনা হলেন তিনি। অর্ধেক পথে যেতেই মোবাইলে মেসেজ এলো, ১ লাখ টাকা পুরস্কার জিতেছেন তিনি!

ওয়াল্টনের পণ্য কিনে এমনই সারপ্রাইজড হলেন নির্মল কান্তি নাথ। বুধবার (১০ এপ্রিল) তার হাতে সেই পুরস্কার তুলে দেন ওয়াল্টনের ডেপুটি ডিরেক্টর মিরাজুল হক।

নগরের চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড়ে ইলেক্ট্রনিক ভিলেজে ওয়াল্টনের শো-রুমে এক গ্রাহক সমাবেশে নির্মল নাথের কাছে এই চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেক্ট্রনিক ভিলেজের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক অক্সিজেন শাখার হেড মু. ইব্রাহিম, ওয়াল্টনের ফাস্র্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারেকুল হক।

জয়নিউজ/পার্থ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM