ভূমিকর পরিশোধ করল চাঁনপুর-বেলগাঁও চা বাগান

0

বাঁশখালী পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর-বেলগাঁও চা বাগান কর্তৃপক্ষ বুধবার (১০ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের কাছে ২০১৮- ১৯ অর্থবছরের খাজনা হিসেবে ১০ লাখ ৩৫ হাজার ১৫০ টাকার ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন।

চা বাগানের জমির পরিমাণ হচ্ছে লটহল ও লট চাঁনপুর মৌজা নিয়ে ৩ হাজার ৪৭২ দশমিক ৫৩ একর।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল বশিরুল ইসলাম, চা বাগানের ব্যবস্থাপক মো. আবুল বাশার, বাণীগ্রাম ভূমি অফিসের তহশিলদার আতিকুর রহমান চৌধুরী।

জয়নিউজ/উজ্জ্বল/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM