হাসপাতালে দালাই লামা

0

বুকে ব্যথার কারণে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) ৮৩ বছর বয়সী এ বৌদ্ধ সন্ন্যাসীকে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে নেওয়া হয়।

ভারতীয় গণমাধ্যম জানায়, সেখানে দালাই লামার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। দালাইলামার এক সহকারী জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে দালাই লামার প্রতিনিধি নগোদুপ তিসারিং জানিয়েছেন, দালাই লামা হালকা কাশিতে আক্রান্ত হওয়ায় ম্যাক্স হাসপাতালের একজন চিকিৎসককে দেখানোর জন্য মঙ্গলবার নয়াদিল্লিতে আসেন।

উল্লেখ্য, ৬০ বছর আগে চীনা শাসকদের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে আসেন এই আধ্যাত্মিক নেতা।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM