নুসরাতকে সিঙ্গাপুরে পাঠানো সম্ভব নয়: ডা. সামন্ত লাল

0

লাইফ সাপোর্টে থাকা অগ্নিদগ্ধ নুসরাতের অবস্থা সংকটাম্পন্ন হওয়ায় তাকে সিঙ্গাপুরে পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতের বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে মেডিকেল বোর্ড। পরে গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফ করেন ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, নুসরাতকে এ মুহূর্তে সিঙ্গাপুরে না পাঠানোর পরামর্শ দিয়েছেন ওই দেশের চিকিৎসকরা।

এর আগে সংকটাপন্ন হলেও নুসরাতের পরিবার যদি চায় এবং সিঙ্গাপুরের চিকিৎসকরা বললে তাকে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নুসরাতের শারীরিক অবস্থা দেখার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নুসরাতের চিকিৎসায় সরকার সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি।

জয়নিউজ/অভিজিত/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM