কর্ণফুলী নদীতে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

0

কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা হলেন জুলধা ডাঙ্গারচর সিরাজ মেম্বারের বাড়ির নুরুল ইসলামের ছেলে মো. আকবর ও একই গ্রামের শুক্কুর মেম্বারের বাড়ির আবদুল খালেকের ছেলে মো. হানিফ।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ইপিজেডের নেভাল বার্থ-১ এলাকায় মরদেহ দু’টি পাওয়া যায়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, মরদেহ দুইটি শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়ার পর মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগে রোববার (৭ এপ্রিল) কর্ণফুলী নদীর সল্টগোলা ঘাটের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নৌকার ১২ জনের মধ্যে ৮ জন উদ্ধার হলেও ৪ জন নিখোঁজ ছিলেন।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM