নগরে বিআরটিএর অভিযানে জরিমানা

0

সড়কে শৃঙ্খলা ফেরাতে নগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৪৬টি মামলায় ১ লাখ ২৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)।

সোমবার (৮ এপ্রিল ) আন্দরকিল্লা মোড়, কাস্টমস মোড় ও শেরশাহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর বলেন, আন্দরকিল্লা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৩টি মামলায় ৬৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে চারটি গাড়ির কাগজপত্র জব্দও করা হয়।

এদিকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এ কে খান মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নানা অনিয়মের অভিযোগে ১০টি মামলায় ২৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন। একইসঙ্গে তিনটি গাড়ির কাগজপত্র জব্দ করেন।

অপরদিকে, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা শেরশাহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৩টি মামলায় ৩৫ হাজার জরিমানা আদায় করেন।

জয়নিউজ/কাউছার/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM