এইচএসসির ৫ দিনের পরীক্ষার সময়সূচি পরিবর্তন

0

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঁচদিনের সময়সূচি পরিবর্তন করেছে সরকার।

পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৭ এপ্রিলের পরীক্ষা ৯ মে বিকেলে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকেলে এবং ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকেলে নেওয়া হবে। এছাড়া ৪ মে এবং ৬ মে’র পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকেলে নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান জয়নিউজকে বলেন, পরিবর্তিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১ এপ্রিল থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ১১ মে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও এখন তা ১২ মে শেষ হবে। আর ১২ থেকে ২১ মে’র মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।

জয়নিউজ/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM