গাছ চুরিতে বাধা, হাটহাজারীতে আহত ৪

হাটহাজারীতে বন বিভাগের গাছ চুরিতে বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছেন স্টেশন মাস্টারসহ ৪ জন ।

- Advertisement -

সোমবার (৮ এপ্রিল) ভোরে পৌরসভার সন্দ্বীপপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন স্টেশন অফিসারের সহযোগী সৌমেন বড়ুয়া (৪০), বনপ্রহরী মিজানুর রহমান (৩৮), প্রদীপ শীল (৪০) ও আবু জাহেদ (৩৮)।

- Advertisement -google news follower

এ ব্যাপারে হাটহাজারী ১১ মাইল স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হামিদ জয়নিউজকে বলেন, সোমবার ভোরে আমাদের কাছে খবর আসে পৌর এলাকার সন্দ্বীপপাড়া রাস্তার মুখে সংরক্ষিত বাগানের গাছ পাচার হচ্ছে। খবর পেয়ে সহযোগী স্টেশন কর্মকর্তার নেতৃত্বে ৩ বনপ্রহরী দ্রুত ঘটনাস্থলে যান। তারা কিছু গাছ জব্দ করলেও গাছচোরেরা এ সময় পালিয়ে যায়।

তিনি আরো জানান, জব্দ করা গাছ বিটে আনার প্রস্তুতি নিলে হঠাৎ ২০/২৫ জন সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়।

- Advertisement -islamibank

আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত দু’জনকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দীন জাহাঙ্গীর মুঠোফোনে জানান, ঘটনাটি শুনেছি। তবে বন বিভাগের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জয়নিউজ/তালেব/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM